মোদির গাড়িতে কেউ জুতা ছুঁড়ে মারল, নাকি অন্যকিছু?

বারাণসীর জনাকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ির দিকে কি স্লিপার ছুড়ে মারা হয়েছিল? নাকি কড়া পাহারায় থাকা ভারতের প্রধানমন্ত্রীর গাড়ির ওপর অন্য কিছু পড়ে ছিল? এটি নিয়েই এখন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। এ ঘটনার ভিডিও হয়েছে ভাইরাল।

নির্বাচনের পর প্রথমবারের মতো বারাণসী সফরে গিয়েই এমন ঘটনা ঘটেছে মোদির সঙ্গে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নিরাপত্তারক্ষী গাড়ির ওপর ঝুঁকে পড়েছেন এবং এর ওপর থাকা একটি বস্তু সরিয়ে দিচ্ছেন।

গাড়ির ওপর যাই থাকুক না কেন সেটি নিয়েই এখন চলছে ব্যাপক আলোচনা। অনেকে নরেন্দ্র মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন।

১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও’র ১৯ সেকেন্ডের সময় “মোদি, মোদি” স্লোগানের মধ্যেই একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “চাপ্পাল ফেক কে মারা” (একটি জুতা ছুড়ে মারা হয়েছে)।

ধারণা করা হচ্ছে, যেই গাড়ির ওপর জুতাসদৃশ বস্তুটি ছিল সেটিতেই নরেন্দ্র মোদি ছিলেন। ভিডিওতে কয়েক সেকেন্ড পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বহরের একজন গিয়ে গাড়ির ওপর থেকে বস্তুটি সরিয়ে ফেলেন।

যদিও উত্তর প্রদেশের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গাড়ির ওপর বস্তুটি জুতা নয়, সেটি ছিল একটি মোবাইল ফোন।

ওই পুলিশ কর্মকর্তা ঘটনাটিকে “অনিচ্ছাকৃত” বলে আখ্যায়িত করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি বহরের ওপর ওই মোবাইলটি কীভাবে এসে পড়লো সেটি অবশ্য ব্যাখ্যা করেননি তিনি।