রাশিয়া-উ. কোরিয়ার স্বাক্ষরিত চুক্তির জানা-অজানা তথ্য

ভ্লাদিমির পুতিন ও কিম জং উন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্প্রতি সই হওয়া চুক্তি নিয়ে বেশ কিছু বিষয় জানা যাচ্ছে। এ নিয়ে বেশ কৌতূহল রয়েছে আন্তর্জাতিক বিশ্লেষক ও পর্যবেক্ষক মহলেও।

পিয়ংইয়ংয়ে তাদের শীর্ষ পর্যায়ের এই বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, বৈঠকে তারা যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন তা একটি যুগান্তকারী অগ্রগতি। তবে এ চুক্তির মাধ্যমে তাদের সম্পর্কের গতিপথ কোন দিতে মোড় নেবে তা এখনও অনিশ্চিত।

এই চুক্তি স্নায়ুযুদ্ধের পর সই করা দেশগুলোর সবচেয়ে শক্তিশালী চুক্তি হতে পারে, তবে উত্তর কোরিয়ার প্রতি রাশিয়া কতটা দৃঢ় নিরাপত্তা প্রতিশ্রুতি দিয়েছে তা নিয়ে মতপার্থক্যও রয়েছে।

কিম দাবি করেছেন এই চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি জোটের স্তরে উন্নীত করেছে, যদিও পুতিন এটিকে আরও কিছুটা কমিয়ে বলেছেন। তিনি এটিকে জোট হিসেবে উল্লেখ করেননি।

পিয়ংইয়ংয়ের শীর্ষ বৈঠকে চুক্তিটি সইয়ের পরদিন বুধবার(১৯ জুন) বিকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম চুক্তির বিষয়গুলো প্রকাশ করেছে। এতে দেখা যায় সামরিক, বৈদেশিক নীতি ও বাণিজ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা এবং বৃহত্তর সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে এই চুক্তির বিষয়ে এখনো কিছু প্রকাশ করেনি রাশিয়া।

প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া আক্রান্ত হলে রাশিয়ার প্রতিক্রিয়া কী হতে পারে সেসব বিষয়সহ এই চুক্তির অর্থ কী হতে পারে তা তারা এখনও মূল্যায়নের চেষ্টা করছেন।

ইউক্রেনে আগ্রাসন এবং সমস্ত অভ্যন্তরীণ বিরোধীদের দমন নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান তিক্ততার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে দুই পারমাণবিক ক্ষমতার অধিকারী রাশিয়া এবং ছোট ও বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে।

নতুন এই চুক্তি তাদের আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করতে পারে।

কিম ও পুতিনের এই নতুন অংশীদারিত্ব চুক্তিতে কী রয়েছে-

কী প্রতিশ্রুতি দিল রাশিয়া?

পুতিন ও কিমের সমন্বিত অংশীদারিত্ব চুক্তি নিয়ে বেশিরভাগ বিতর্ক আর্টিকেল-৪ ঘিরে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, চুক্তির অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো একটি দেশ আক্রমণ করে এবং তাকে যুদ্ধাবস্থার দিকে ঠেলে দেওয়া হয়, তবে ‘দেরি না করে’ অন্যটিকে অবশ্যই ‘সামরিক ও অন্যান্য সহায়তা’মোতায়েন করতে হবে।

তবে এতে এটাও বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ অবশ্যই উভয় দেশের আইন এবং জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী হতে হবে। যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়।

কিছু বিশ্লেষক মনে করছেন, উত্তর কোরিয়া আক্রমণের শিকার হলে মস্কো হস্তক্ষেপ করবে- এটি প্রতিশ্রুতির মতো শোনাচ্ছে। এটি উত্তর কোরিয়া ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ১৯৬১ সালের চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতির নবায়ন। এই চুক্তি ইউএসএসআরের পতনের পরে বাতিল করা হয় এবং ২০০০ সালে দুর্বল সুরক্ষা আশ্বাস দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার সেজং ইনস্টিটিউটের বিশ্লেষক চেয়ং সিয়ং চ্যাং বলেন, চুক্তিটি ১৯৬১ সালের চুক্তির ভাষার পাশাপাশি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিধানের সঙ্গে এটির মিল রয়েছে। অর্থাৎ যদি কোনো একটি দেশ আগ্রাসনের হুমকির মুখোমুখি হয়, তবে সমন্বয় করার জন্য চ্যানেলগুলো সক্রিয় করার বিষয়ে মূলত এই চুক্তি।

চেয়ং বলেছেন, ‘উত্তর কোরিয়া ও রাশিয়া তাদের স্নায়ুযুদ্ধকালীন সামরিক জোট পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করেছে।’

তবে অন্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ বিশ্লেষক অঙ্কিত পান্ডা বলেন, স্বয়ংক্রিয় হস্তক্ষেপ এড়াতে আর্টিকেল-৪ সতর্কতার সঙ্গে লেখা হয়েছে। অনুচ্ছেদে কেন জাতিসংঘ সনদের কথা বলা হয়েছে তাও স্পষ্ট নয়।

পান্ডা বলেন, বিশদভাবে দেখার বিষয় হলো ‘উভয় পক্ষই লিখিতভাবে এবং বিশ্বকে দেখানোর চেষ্টা করেছে, তারা তাদের সহযোগিতার পরিধি কতটা বিস্তৃত করতে চায়।’

সামরিক সহযোগিতা কতদূর গড়াবে?

পুতিন মূলত উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতাকে ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত করেছেন। এতে অত্যন্ত নির্ভুল অস্ত্র ব্যবস্থা, যুদ্ধবিমান এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির অস্ত্রের কথা উল্লেখ করেছেন তিনি।

পুতিন বলেন, ‘রাশিয়া ফেডারেশনের সঙ্গে আজ সই করা নথি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার বিকাশকে বাদ দেয় না।’

এই বিবৃতিটি কার্যত এমন কিছু বিষয়কে আনুষ্ঠানিক করে তোলে যা পশ্চিমা দেশগুলোতে ইতোমধ্যে ঘটছে বলে দাবি করে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্ররা অভিযোগ করেছে উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ পেয়েছে। কারণ, ইউক্রেন যুদ্ধে মস্কোর সাফল্য কমেছে। আর রাশিয়া পিয়ংইয়ংয়ের কাছে প্রযুক্তি সরবরাহ করেছে, যা কিমের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ফলে সৃষ্ট হুমকি আরও বাড়তে পারে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তিতে দেশগুলোকে তাদের যৌথ প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করার জন্য পদক্ষেপ নিতে হবে, তবে এই পদক্ষেপগুলো কী হবে বা এতে সম্মিলিত সামরিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হবে কি না- তা নির্দিষ্ট করে বলা হয়নি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা নর্থ কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, চুক্তিতে 'ন্যায় ও বহুমুখী নতুন বিশ্বব্যবস্থা' প্রতিষ্ঠার প্রচেষ্টায় দেশগুলোকে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদেশগুলোর  সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের মুখে অন্যান্য রাষ্ট্রগুলো কীভাবে ঐক্যবদ্ধ হচ্ছে তা উল্লেখ করা হয়েছে।

পান্ডা বলেন, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার বিষয়ে যৌথ পদক্ষেপের বিষয়ে চুক্তির ভাষা ‘বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগে অব্যাহত সহযোগিতার বিস্তৃত ইঙ্গিত।’

চুক্তির অর্থনৈতিক দিক কী?

এই অংশীদারিত্বের ফলে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নেরও আহ্বান জানানো হয়েছে। যা উত্তর কোরিয়ার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, দেশটি বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ভুগছে। উত্তর কোরিয়ার পণ্য ও উপাদান প্রয়োজন এবং এর পরিবর্তে যুদ্ধ-বিধ্বস্ত রাশিয়ায় শ্রমিক সরবরাহ করতে পারে। এই শ্রমিকরা রুবলের মজুরিকে ডলার বা ইউরোতে রূপান্তর করতে পারে এবং হার্ড-কারেন্সি করে দেশে পাঠাতে পারে।

পুতিন বলেন, গত এক বছরে রুশ-উত্তর কোরিয়ার বাণিজ্য ৯ গুণ বেড়েছে। তবে তিনি স্বীকার করেছেন এই পরিমাণ ‘কমই’ রয়েছে।

শীর্ষ বৈঠকের আগে দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকরা বলেছেন, উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে বৈদেশিক মুদ্রা পেতে রাশিয়ায় শ্রম রপ্তানি এবং অন্যান্য কার্যক্রম বাড়ানোর চেষ্টা করতে পারে। যদিও কিম ও পুতিনের মধ্যে চুক্তির সংবেদনশীল বিবরণ প্রকাশের সম্ভাবনা নেই।

উত্তর কোরিয়ার প্রকাশিত ওই বিবৃতিতে বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও পর্যটনসহ বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।