ইসরায়েল অভিমুখী জাহাজ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করল হুথি

ইসরায়েল অভিমুখী জাহাজ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করল হুথি

ইসরায়েল অভিমুখী একটি জাহাজে ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের অস্ত্রধারী গোষ্ঠী হুথিরা। জাহাজটি ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের বন্দরে প্রবেশের চেষ্টা করছিল।

লোহিত সাগরের হোদাইদাহ বন্দরে গত ১২ জুন গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজ ‘টিউটর’ এ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী রিমোট কন্ট্রোল নৌকা আঘাত হানে। 

হুথিদের প্রকাশ করা ওই হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, লোহিত সাগর দিয়ে ইসরাইলের দিকে যাওয়ার সময় দুটি ড্রোন-বোট জাহাজটিতে আঘাত করে। এর ফলে জাহাজটি ডুবে যায়।

একইদিন ইয়েমেনের নৌবাহিনী ‘ভারবেনা’ নামে আরেক জাহাজে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং ওই জাহাজটিও ডুবে যায়।

সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, হামলায় এক ক্রু নিহত হয়েছেন, তিনি ফিলিপাইনের নাগরিক।

ইরান সমর্থিত হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর অঞ্চলে ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত অথবা গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

প্রসঙ্গত, হুথিদের হামলায় ডুবে যাওয়া প্রথম জাহাজটি ছিল যুক্তরাজ্যের মালিকানাধীন ‘রুবিমার’। হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পর ২ মার্চ জাহাজটি ডুবে যায়।