সুস্থ আছেন সু চি, জানাল জান্তা সরকার

অং সান সু চি/ফাইল ছবি/এএফপি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র জন্মদিন ছিল গত বুধবার (১৯ জুন)। তার জন্মদিনের পর দিন দেশটির জান্তা সরকার জানিয়েছে, সু চি শারীরিকভাবে সুস্থ আছেন।

এদিকে, সামরিক হেফাজতে বন্দী শান্তিতে নোবেলজয়ী সু চি’র ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন করায় দেশটিতে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে।

২০২১ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সু চি। পরে তাকে বন্দী করে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারে বিপুল জনপ্রিয় সু চিকে অভ্যুত্থানের পর থেকে আর জনসমক্ষে আনা হয়নি। আদালতে বিচারকাজ চলার সময় তার কিছু ছবি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রদ্রোহ, ঘুষ কেলেঙ্কারি, আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগের মামলায় সু চিকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে; যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সু চিকে দেশটির রাজধানী নেইপিদোতে সেনানির্মিত একটি বিশেষ কারাগারে রাখা হয়েছে।