আহত ফিলিস্তিনিকে জিপে বেঁধে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা

আহত ফিলিস্তিনিকে জিপে বেঁধে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে মুখ খুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের সামরিক বাহিনীর চলন্ত জিপের বনেটের ওপর আহত এক ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। তারা বলেছে, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রটোকল ভেঙেছে।

রোববার (২৩ জুন) এক প্রতিবেদনে এই খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ভাইরাল হওয়া এই ভিডিওটির বিষয়ে বিবৃতি আইডিএফ জানায়, পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনা অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। ওই ফিলিস্তিনি অভিযান চলাকালে গুলি বিনিময়ের সময় আহত হন। তিনি সন্দেহভাজন ছিলেন।

আহত ফিলিস্তিনি ব্যক্তির পরিবার বলেছে, তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। এসময় সেনাবাহিনী তাকে ধরে জিপের বনেটের ওপর বেঁধে রাখে। এরপর গাড়িটি চালিয়ে চলে যায়।

আহত ওই ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে আইডিএফ।

প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে, ওই ব্যক্তি স্থানীয় লোক। তার নাম মুজাহেদ আজমি।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘শনিবার সকালে ওয়াদি বারকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে চলমান অভিযানে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ইসরায়েলি সেনারাও পাল্টা গুলি চালায়। এসময় একজন সন্দেহভাজন আহত হন। প্রটোকল ভেঙে তাকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।’

এতে আরও বলা হয়, ‘বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজনদের মধ্যে একজন আহত এবং গ্রেফতার হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার দেশটির হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি হামলার কারণে ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়া হয়েছে। অবরুদ্ধ ভূখণ্ডটির বেশিরভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।