ট্রাক্টর নিয়ে শপথ নিতে গেলেন ভারতীয় লোকসভার এই সদস্য

ভারতের লোকসভার সদ্য নির্বাচিত সদস্যদের নিয়ে প্রথম অধিবেশন ছিল সোমবার (২৪ জুন)। সেখানে লোকসভা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এদিন দেখা গেল ব্যতিক্রম এক চিত্র। সিপিআইএম থেকে নির্বাচিত কৃষক নেতা আমরা রাম লোকসভায় হাজির হলেন ট্রাক্টরে চেপে।

তবে লোকসভা ভবনের ফটকের কাছাকাছি এলে ট্রাক্টরসহ আমরা রামকে আটকে দেয় পুলিশ। পরে তিনি হেঁটেই লোকসভা ভবনে প্রবেশ করেন।

এ প্রসঙ্গে আমরা রাম ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, সরকার কৃষকদের দিল্লিতে আসতে দেয়নি। কৃষকরা ১৩ মাস ধরে দিল্লির সীমান্তে পড়ে ছিল। তাদের ট্রাক্টর নিয়ে শহরে আসতে দেওয়া হয়নি।

তিনি বলেন, আজকে একজন কৃষক ও তার ট্রাক্টর সংসদ পর্যন্ত পৌঁছালো।

২০২০-২১ সালে ভারতে কৃষকদের যে আন্দোলন হয়েছিল সেটিই মনে করিয়ে দিলেন আমরা রাম। বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন কৃষকরা। পরে অবশ্য সরকার সেই আইন বাতিলে বাধ্য হয়।

তখন আন্দোলনের অংশ হিসেবে কৃষকরা দিল্লি প্রবেশের চেষ্টা করলে তাতে বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে আন্দোলনকারীরা দিল্লি সীমান্তে অবস্থান নেন।

আমরা রাম অল ইন্ডিয়া কিশান সভার ভাইস প্রেসিডেন্ট। রাজস্থানের শেখাবতীর এই রাজনীতিবিদ চারবারের এমএলএ। তিনি এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের হয়ে অংশ নেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সুমেধনন্দ্য সরস্বতীকে হারিয়ে নির্বাচিত হন আমরা রাম।