মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের জামিন দেশটির হাইকোর্টে স্থগিত হয়েছে। এ কারণে আপাতত তিহার জেলেই থাকতে হচ্ছে তাকে।

আজ মঙ্গলবার দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া জামিনের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন। আগামীকাল বুধবার সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিন সংক্রান্ত আবেদন বিবেচনা করবেন।

আবগারি (মদ) মামলায় ঘুষের অভিযোগে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ২৩ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। কেজরিওয়াল সেই গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। তার আবেদন ছিল, ভোটে প্রচার ঠেকাতে মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার সে আবেদন শুনে সুপ্রিম কোর্ট তাকে লোকসভা ভোটে প্রচারের অনুমতি দিয়েছিলেন। ভোট শেষে তিহার জেলে ফিরে যাওয়া কেজরিওয়াল জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করেন। রাউস অ্যাভিনিউয়ের নিম্ন আদালত সেই জামিন মঞ্জুর করলে ইডি তার বিরোধিতায় হাইকোর্টে আবেদন করে।

আজ বিচারপতি সুধীরকুমার জৈন ও বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চ ইডির আবেদন মেনে জামিনের আদেশের ওপর স্থগিতাদেশ দেন।