লোকসভার স্পিকার হলেন বিজেপির ওম বিড়লা

ভারতের অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা; তিনি রাজস্থানের কোটা-বুন্দি থেকে নির্বাচিত বিজেপির প্রার্থী। এর আগে, সপ্তদশ লোকসভায়ও তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (২৬ জুন) ভারতের লোকসভায় স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাভুটির মধ্য দিয়ে জয়ী হন বিড়লা। বিরোধী প্রার্থী কে সুরেশকে কণ্ঠভোটে হারিয়েছেন তিনি। তবে ২০১৯ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন সর্বসম্মতভাবে।

প্রথা অনুযায়ী স্পিকার নির্বাচন এবার সর্বসম্মতভাবে হয়নি। ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের দেওয়া হবে— সরকার সেই আশ্বাস না দেওয়ায় বিরোধীরা এই নির্বাচনে প্রার্থী দাড় করান।