ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘের

ইমরান খান/ফাইল ছবি/সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিধিবহির্ভূতভাবে কারাবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা।

সোমবার (১ জুলাই) জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন এমন দাবি করে অবিলম্বে ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

এই ওয়ার্কিং গ্রুপটি জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলের সঙ্গে কাজ করে। আন্তর্জাতিক আইন অনুসারে ইমরান খানকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও উল্লেখ করেছে তারা।

ওয়ার্কিং গ্রুপটি বলেছে, ইমরান খানকে আটক করে রাখার কোনো আইনি ভিত্তি নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব করা হয়েছে। 

গত ২৫ মার্চ জারি করা এ সংক্রান্ত মতামত গত সোমবার প্রকাশ করেছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ।

পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত এই গ্রুপটির মতামত অনুসরণ বাধ্যতামূলক নয়। তবে তাদের মতামত গুরুত্ব বহন করে।

ওয়ার্কিং গ্রুপের জারি করা মতামতে আরও বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে ইমরানের দলের সদস্যদের গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে। তাদেরকে সমাবেশে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও কারচুপির অভিযোগও করেন তারা।

২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৭১ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে ২০০টিরও বেশি মামলা হয়েছে। গত আগস্ট থেকেই কারাবন্দি তিনি।