ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন চম্পাই সোরেন

ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন পদত্যাগ করেছেন। বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মুখ্যমন্ত্রী পদে আবারও বসতে চলেছেন হেমন্ত সোরেন। এক সপ্তাহ আগেই জেল থেকে বের হয়েছেন তিনি। জেল থেকে বের হয়েই নতুন করে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত। ফলে ছয় মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর চেয়ার ফিরে পেতে যাচ্ছেন তিনি।

দলের বৈঠকে বুধবারই মুখ্যমন্ত্রী চম্পাইকে সরিয়ে হেমন্তকে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়েছে। হেমন্তের এই উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেন চম্পাই। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে পদত্যাগে রাজি হন তিনি।

বর্তমানে জেএমএমের শীর্ষ পদে রয়েছেন হেমন্তের বাবা শিবু সোরেন। হেমন্ত দলের কার্যকরী সভাপতি। শিবুপুত্রকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে চম্পাইকে নতুন কার্যকরী সভাপতি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।