যুক্তরাজ্যের নির্বাচনে টিউলিপ সিদ্দিকের বড় জয়

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন টিউলিপ সিদ্দিক। শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ লেবার পার্টির প্রার্থী ছিলেন। লেবার পার্টিরও নিরঙ্কুশ জয় হয়েছে।

লন্ডনের হ্যাম্পস্টেট অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া টিউলিপ সিদ্দিক ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট।

অর্থাৎ ১৪ হাজার ৯৭০ ভোটের বড় ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে হারিয়েছেন টিউলিপ।

এ নিয়ে টানা চতুর্থবার যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন টিউলিপ সিদ্দিক।

শুক্রবার ফল ঘোষণার সময় টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা, ভাই রেজওয়ান সিদ্দিক ববি ও স্বামী ক্রিশ্চিয়ান পার্সি উপস্থিত ছিলেন।

ফল ঘোষণার পর টিউলিপ বলেন, ‘আমি গর্বিত, আমি আপনাদের প্রতিনিধি হয়েছি। প্রত্যেককে আমার ধন্যবাদ যারা আমাকে ভোট দিয়েছেন।’