ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে

তেহরানের একটি ভোটকেন্দ্রে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ভোট দিচ্ছেন এক নারী/এএফপি

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ দফায় সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

গত ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আজ দ্বিতীয় দফার ভোট হচ্ছে। প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে আজ লড়াই হচ্ছে।

প্রথম দফায় ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান। আর ৩৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন সাইদ জালিলি।

গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।