ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে বামপন্থীদের দাপট

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) জয়ী হয়েছে। জাতীয় পরিষদে তারা ১৭৫ থেকে ২০৫টি আসন পেতে পারে বলে জানিয়েছেন দেশটির গবেষণা সংস্থা এলাব।

সংস্থাটির পূর্বাবাসে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জোট ১৫০ থেকে ১৭৫টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকবে। এছাড়া কট্টোর ডানপন্থী দল এবং তার মিত্ররা মাত্র ১১৫ থেকে ১৫০টি আসন পেতে পারে।

৫৭৭ সদস্যের ফরাসি জাতীয় পার্লামেন্টে কোনো দলই ২৮৯টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

এনএফপির বিজয় নিশ্চিত এরকম বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশের পরে বক্তব্য রাখতে গিয়ে ফরাসি বামপন্থী জোটের প্রধান জিন-লুক মেলানকন এনএফপির পক্ষে ভোট দেওয়া ফরাসি জনগণের প্রচেষ্টা ও একতাকে ‘অভিবাদন’ জানিয়েছেন।

ডানপন্থী জোট ন্যাশনাল র‌্যালির (আরএন) প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'আমাদের জনগণ স্পষ্টতই তাদের জন্য সবচেয়ে খারাপ সমাধান এড়িয়ে গেছে।’

বামপন্থী দল লা ফ্রান্স ইনসৌমিসের প্রধান মেলানকন বলেন, 'আমরা এমন একটি ফলাফল অর্জন করেছি; যেটি আমাদের পক্ষে অসম্ভব বলা হয়েছিল।’

তার মতে, নির্বাচনের ফলাফল বেশিরভাগ ফরাসি জনগণের জন্য ‘বিশাল স্বস্তির’। তিনি বলেন, ‘জনগণের ইচ্ছাকে কঠোরভাবে সম্মান জানাতে হবে। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও তার জোটের নিশ্চিত পরাজয় হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। প্রেসিডেন্টকে অবশ্যই নিউ পপুলার ফ্রন্টকে শাসনভার গ্রহণের আহ্বান জানাতে হবে।’

ফরাসি সোশ্যালিস্ট পার্টির (পিএস) সদস্য ও নিউ পপুলার ফ্রন্টের (এনএফপি) প্রার্থী সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ দ্বিতীয় দফায় ডেপুটি নির্বাচিত হয়েছেন।

এক সমাবেশে তিনি বলেন, 'আমি যে পদে অধিষ্ঠিত ছিলাম তা সত্ত্বেও আমি মনে করতাম কট্টোর ডানপন্থীদের ক্ষমতায় আসা থেকে বিরত রাখার জন্য সবকিছু করা আমার দায়িত্ব, পাশাপাশি আশার পথ উন্মুক্ত করা।’

সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যতের পার্লামেন্টে 'ভূমিকা পালনের' দায়িত্ব নিউ পপুলার ফ্রন্টের (এনএফপি)।

ন্যাশনাল র‌্যালির পরাজয়ের পরে, এর সভাপতি জর্ডান বারদেলা আরএন- এর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে, আজ সন্ধ্যায় বিরোধী জোট ফরাসিদের পুনরুদ্ধারের নীতি থেকে বঞ্চিত করেছে। আজ সন্ধ্যায়িএই নির্বাচনের ফলাফল ফ্রান্সকে জ্যঁ-লুক মেলেনকনের চরম বামপন্থীদের হাতে নিক্ষেপ করেছে।’

২৮ বছর বয়সী উগ্র ডানপন্থী এ নেতা বলেন, ‘ন্যাশনাল র‌্যালি আগের চেয়ে আরও বেশি ফরাসি জনগণের পাশে দাঁড়াবে। আমরা ক্ষমতার জন্য ক্ষমতা চাই না, বরং ফরাসিদের কাছে তা ফিরিয়ে দিতে চাই।’

যদিও ন্যাশনার র‌্যালি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তবুও এটি আগের বারের চেয়ে বেশি আসন পাবে।

নির্বাচনে মধ্যপন্থী জোটের পরাজয়ের পর সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আত্তাল বলেন, 'আজ সন্ধ্যায় আমি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছি, তারা গত সপ্তাহগুলোতে পূর্বাভাসের চেয়ে তিনগুণ বেশি আসন পেয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি।’

তিনি বরেন, ‘প্রজাতন্ত্রের ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থেকে এবং আমার নীতি অনুযায়ী আমি আগামীকাল সকালে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র জমা দেব।’

আইনসভা নির্বাচনের ফলাফলের পর ফরাসি জনগণ ভবিষ্যত সম্পর্কে এক ধরনের ‘অনিশ্চয়তা’ অনুভব করতে পারে বলে উল্লেখ করেন আত্তাল।

তিনি জোর দিয়ে বলেন, ফ্রান্সের তিন সপ্তাহের মধ্যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কারণে যতদিন প্রয়োজন ততদিন তিনি ‘অবশ্যই’ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

সোমবার মাখোঁর কাছে আত্তাল পদত্যাগপত্র জমা দিলেও তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করতে হবে না।

স্থানীয় সময় রবিবার গভীর রাতে অথবা সোমবার সকালে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সাময়িক ফলাফল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।