ফোনে আড়ি পাতার অনুমোদন পেল পাকিস্তানের আইএসআই

পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ফোন কলে ও বার্তায় আড়িপাতার আইনগত বৈধতা দেওয়া হয়েছে।

দেশটির আইনমন্ত্রী আজম নাজীর তারার মঙ্গলবার (৯ জুলাই) পার্লামেন্টে জানান, ৮ জুলাই তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে দেওয়া এক নোটিশে এই বিষয়টি কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে।

অবশ্য এই আইনের অপব্যবহার করা হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন পাকিস্তানের আইনমন্ত্রী।

তিনি জানান, এই পদক্ষেপ শুধু অপরাধী ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড অনুসরণ করাতেই সীমাবদ্ধ থাকবে। এটি যেন জনসাধারণের জীবন ও গোপনীয়তা লঙ্ঘন না করে সরকার তা নিশ্চিত করবে।

টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে দেওয়া নোটিশে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে ও কোনো অপরাধের আশঙ্কায় কেন্দ্রীয় সরকার অনুমোদিত কর্মকর্তাদের কল ও বার্তায় হস্তক্ষেপ করতে অথবা যে কোনো টেলিকম পদ্ধতির মাধ্যমে কল শনাক্ত করার অনুমতি দেবে।’

আইএসআইকে ফোনে আড়িপাতার বৈধতা দেওয়ায় বিরোধী দলসহ সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্টে এই সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য দিয়েছে।