উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনে ৩৮ জনের মৃত্যু

প্রতীকী ছবি

ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। যা চলছে উত্তরপ্রদেশেও। সেখানে একরকম দুর্যোগ নেমে এসেছে। বৃহস্পতিবার একদিনেই রাজ্যটিতে বজ্রপাতে মারা গেছেন ৩৮ জন। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় এসব মৃত্যু হয়েছে। যার মধ্যে সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে প্রতাপগড়ে; সেখানে মারা গেছেন ১১ জন।

এছাড়া সুলতানপুরে ৭, চান্দৌলিতে ৬, মেইনপুরীতে ৫, প্রয়াগরাজে ৪ জন ও দেওরিয়া, হাথরস, বারাণসী, সিদ্ধার্থনগর, অওরাইয়াতে একজন করে প্রাণ হারিয়েছেন। 

জানা গেছে, মৃতদের মধ্য়ে অনেকেই ঝড়বৃষ্টির সময় ফসলের মাঠে কাজ করছিলেন। কেউ মাছ ধরছিলেন। শিশুরা গাছ থেকে ফল পাড়তে গিয়েছিল। 

উল্লেখ্য, প্রবল বর্ষণে উত্তরপ্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে এখনও ৬৩৩টি গ্রাম পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে। প্রতিদিনই ঘটছে প্রাণহানি।