অন্তর্বর্তী জামিন পেলেও জেলেই কেজরিওয়াল

ফাইল ছবি

মানি লন্ডারিং মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

একই সঙ্গে ইডির দায়ের করা মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তারের বৈধতাকে চ্যালেঞ্জ করে করা আবেদন আরও বড় কোনো বেঞ্চের কাছে পাঠানোর সুপারিশ করা হয়েছে।

আজ শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এ আদেশ দেন।

তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা মামলায় তাকে জামিন দেওয়া হলেও এ সংক্রান্ত অপর এক মামলায় সিবিআইও তাকে গ্রেপ্তার দেখানোর কারণে আপাতত কেজরিওয়ালকে জেলেই থাকতে হচ্ছে।

সুপ্রিম কোর্ট বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর পদে থাকা না থাকার সিদ্ধান্ত কেজরিওয়ালকেই নিতে হবে।

গত ২১ মার্চ আবগারি নীতিসংশ্লিষ্ট এক মানি লন্ডারিং মামলায় জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বৈধতাকে চ্যালেঞ্জ করে কেজরিওয়াল দিল্লির হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।

তবে এতে অবৈধ কিছু হয়নি উল্লেখ করে হাইকোর্ট তার গ্রেপ্তার বহাল রাখেন। দিল্লি হাইকোর্টের এ রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল।

এর আগে লোকসভা নির্বাচনে প্রচার চালানোর জন্য জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। নির্বাচন শেষ হওয়ার পর তিনি আবার কারাগারে ফিরে যান।