তুরস্কে ৫ দিনে গ্রেপ্তার ৪৪৬৬

প্রতীকী ছবি

গত পাঁচদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার ৪৬৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এক এক্স পোস্টে ইয়ারলিকায়া বলেছেন, রাস্তায় তল্লাশি, বাড়ি ও কর্মস্থলে অভিযান এবং পরিচয় যাচাইকালে এসব ব্যক্তিকে আটক করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে ৪ হাজার ৪৩৬ জন পাঁচ বছর, ১৯ জন পাঁচ থেকে ১০ বছর এবং ১১ জন ১০ বছরের বেশি সময় ধরে পলাতক ছিলেন।

আটকদের মধ্যে ৭১৮ জন মাদক, ৬৯১ জন চুরি, ৪৩৪ জন চোরাচালান ও সংগঠিত অপরাধ, ৩৮৩ জন প্রতারণা, ১৫৯ জন লুটপাট, ১১৬ জন যৌন অপরাধ, ৮৫ জন সন্ত্রাসবাদী এবং ৭৯ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে।

পুলিশ, সশস্ত্র বাহিনী ও কোস্টগার্ডের বিভিন্ন অভিযানের ফলে এসব অপরাধী গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।