যুক্তরাষ্ট্রে এমন সহিংসতার স্থান নেই: বাইডেন

যুক্তরাষ্ট্রে এমন সহিংসতার স্থান নেই: বাইডেন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।

স্থানীয় সময় শনিবার দেওয়া এক ভাষণে এমনটি জানান জো বাইডেন।

বাইডেন বলেন, পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে ব্রিফ করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে, তিনি নিরাপদে আছেন এবং ভালো আছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি তার (ট্রাম্প) জন্য এবং তার পরিবারের জন্য ও সমাবেশে যারা ছিলেন তাদের জন্য প্রার্থনা করছি। আমরা আরো তথ্যের জন্য অপেক্ষা করছি।  তাকে (ট্রাম্প) নিরাপত্তায় নিয়ে আসার জন্য জিল এবং আমি সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ।

শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিতে পারবেন বলে আশা করেন বাইডেন।