ট্রাম্পের ওপর হামলার টি-শার্ট বানাল চীন

ট্রাম্পের ওপর হামলার টি-শার্ট বানাল চীন

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনি জনসভায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তার কান ফুটো করে গুলি চলে গিয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। এদিকে তার ওপর হামলার মাত্র দুই ঘণ্টার মধ্যেই টি-শার্ট বানিয়ে অনলাইনে বিক্রি শুরু করেছে একজন চীনা ব্যবসায়ী।  

সেই টি-শার্টে ট্রাম্পের হামলার মুহূর্তের ছবি দেখা যাচ্ছে। ছবিটির উপরে লেখা, গুলি আমাকে আরো শক্তিশালী করেছে। 

ট্রাম্প আক্রান্ত হওয়ার মাত্র দুঘণ্টার মধ্যেই কীভাবে এই টি-শার্ট তৈরি করা সম্ভব হলো, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। 

এ নিয়ে চিনের টি-শার্ট প্রস্তুতকারী বিক্রেতা লি জিনওয়ে জানিয়েছেন, আমরা ঘটনার কথা জানার পরেই টি-শার্টটি এনেছি। তবে প্রিন্ট করার আগেই দেখা গেল যে চীন আর আমেরিকা থেকে অন্তত ২০০০ অর্ডার চলে এসেছে। তিনি বলেন, ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে এই প্রিন্টিং দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। একেবারে হটকেকের মতো বিক্রি হচ্ছে এই ধরনের টি-শার্ট।

ব্যবসায়ীরা জানান, ডিজিটাল প্রিন্টিং মেশিনে এক ঘণ্টায় অন্তত ৮টি টি-শার্ট তৈরি করা সম্ভব। এই সব টি-শার্টই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকেই সেটা অর্ডার করা শুরু করেছেন। এরপরই আর দেরি না করে একের পর এক টি শার্ট তৈরি করা শুরু করেন তারা।