ব্যাংককে বিলাসবহুল হোটেল কক্ষে মিললো ৬ মরদেহ

ব্যাংককে বিলাসবহুল হোটেল কক্ষে মিললো ৬ মরদেহ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিলাসবহুল একটি হোটেল কক্ষ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। থাই সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের সবাই ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে প্রথমে বলা হয়েছিল, গ্র্যান্ড হায়াত এরাওয়ান নামের পাঁচতারা এই হোটেলটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এই তথ্য উড়িয়ে দিয়েছে। তারা বলেছে সেখানে গোলাগুলির কোনো আলামত পাওয়া যায়নি।

এখন সংবাদমাধ্যমগুলো বলেছে, বিষক্রিয়ায় এই ছয়জনের মৃত্যু হয়েছে। যদিও এই তথ্যও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি থাইল্যান্ডের ভাবমূর্তি এবং পর্যটনখাতের উপর প্রভাব ফেলবে এমনটি তিনি চান না।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ ধারণা করছে, মৃতদেহগুলো ২৪ ঘণ্টা ধরে পড়ে আছে। তারা কিছু খেয়েছিল কিনা সেটি খতিয়ে দেখতে লাশগুলোর ময়নাতদন্ত এবং পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

বিবিসি জানায়, সপ্তম একজন ভিয়েতনামীও আছে বলে পুলিশের ধারণা। কিন্তু তাকে এখনও পাওয়া যায়নি। এর আগে থাই পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, তিন নারী এবং তিন পুরুষের মৃত্যু হয়েছে।

পুলিশের মেজর জেনারেল থিরাডেক থামসুথি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা বিষপ্রেয়োগের শিকার হয়েছে।

পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস খবরে বলেছে, ‘তাদের কক্ষে কোনও ধস্তাধস্তির আলামত পাওয়া যায়নি। বরং চা এবং কফি পান করা কাপ পাওয়া গেছে।’

হোটেল স্টাফের কাছ থেকে ফোনকল পাওয়ার পর স্থানীয় সময় বিকালের দিকে হোটেলটিতে পুলিশ ডাকা হয়।

সূত্র: বিবিসি