আসিয়ান সম্মেলনে ফেরি নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধির আহ্বান

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকে সদস্য দেশগুলোর মাঝে ফেরি নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৭ জুলাই) এআরএফ পররাষ্ট্রমন্ত্রীদের ৩১তম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আঞ্চলিক ফেরি পরিবহন নিরাপত্তা ব্যবস্থাপনা বৃদ্ধি, জনগণের জীবন রক্ষা, যোগাযোগের সম্প্রসারণ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের স্থিতিস্থাপকতা জোরদারে চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে ফেরি নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়।

এটি ফেরি নিরাপত্তায় আঞ্চলিক সহযোগিতাকে নতুন গতি দেবে এবং এই অঞ্চলের জনগণের নিরাপত্তা ও কল্যাণ আরও জোরদার করবে।

সভায় সন্ত্রাস দমন, আন্তঃদেশীয় অপরাধ দমন ও দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া সাইবার জালিয়াতি, ফেরি নিরাপত্তা, ভূমিকম্প ও সুনামি এবং অন্যান্য বিপর্যয় মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ কোর্স আয়োজনের বিষয়েও দেশগুলো একমত হয়েছে।