পাকিস্তানে সেনা অভিযানে ৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলায় অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (২৭ জুলাই) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযান চলাকালে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এসময় চার সন্ত্রাসী নিহত হয়।

নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে জানিয়ে আইএসপিআর জানায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকার পাশাপাশি তাদের বিরুদ্ধে নিরীহ বেসামরিক নাগরিকদের অপহরণ ও হত্যার অভিযোগ আছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় উপস্থিত যে কোনো সন্ত্রাসীকে নির্মূল করতে একটি শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।