পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

কয়েক বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব। মৃত্যুকালে স্ত্রী মীরা ও মেয়ে সুচেতনকে রেখে গেছেন তিনি।

সিপিএমের শীর্ষ নীতি নির্ধারণী সংস্থা পলিটব্যুরোর সাবেক সদস্য বুদ্ধদেব ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্থলাভিষিক্ত হন তিনি।

২০১১ সালের রাজ্যসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের বছরও তিনি সিপিএমের নেতৃত্বে ছিলেন। সে বছর পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।

সাদাসিধা জীবনযাপনের জন্য পরিচিত বুদ্ধদেবের ইচ্ছানুযায়ী চিকিৎসায় গবেষণার জন্য তার অঙ্গ দান করা হবে। অনুসারীদের শ্রদ্ধা নিবেদনের জন্য সিপিএমের সদর দপ্তরে তার লাশ রাখা হবে, এরপর শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি স্কুলশিক্ষক ছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার বিধায়ক ও প্রতিমন্ত্রীর পর ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।