পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় অন্তত তিন সেনাসদস্য ও চার সন্ত্রাসী নিহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় শুক্রবার (৯ আগস্ট) এ গোলাগুলির ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার জেলার তিরাহ উপত্যকা এলাকার তিনটি পৃথক স্থানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়।

তীব্র গোলাগুলি চলাকালে দেশটির তিন সেনাসদস্য বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাত বরণ করেছেন বলে বিবৃতিতে বলা হয়।

আইএসপিআর জানায়, ওই এলাকায় কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।