আসামে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: প্রধান অভিযুক্ত নিহত

প্রতীকী ছবি

ভারতের আসাম রাজ্যে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তাফুজুল ইসলামের মৃত্যু হয়েছে। পুলিশের ভাষ্য, তাফুজুল পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়। তবে পুলিশ হেফাজতে কীভাবে আসামির প্রকাশ্যে মৃত্যু হতে পারে, তা নিয়ে আজ শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে আসাম।

ওই কিশোরী আসামের নগাঁও জেলার স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে। ঘটনার সময় সে কোচিং থেকে ফিরছিল। বর্তমানে সে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেতে আরেকটু সময় লাগবে।

তাফুজুলের মৃত্যু নিয়ে পুলিশের ভাষ্য, যেখানে অপরাধ সংঘটিত হয়েছিল, সেখানে ভোররাত চারটায় তাফুজুল ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় তিনি পুলিশের হেফাজত থেকে পালিয়ে একটি পুকুরে ঝাঁপ দেন।

পুলিশের বলছে, অভিযুক্ত তাফুজুল পুকুরে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়। পরে যতক্ষণে তার দেহ পাওয়া গেছে, ততক্ষণে তাফুজুল মারা গেছেন।

আসাম পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ কনস্টেবলের হাত থেকে হাতকড়া ছিনিয়ে নিয়ে তাফুজুল পালানোর চেষ্টা করেন এবং পুকুরে ঝাঁপ দেন। তার মৃত্যুর কারণে তদন্তকাজ‍ ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, তার সহায়তায় অন্তত দুই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ।