বাস থেকে নামিয়ে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা

বাস থেকে নামিয়ে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বালুচিস্তানে বাস থেকে নামিয়ে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে কয়েকটি বাসসহ বিভিন্ন যানবাহন।

সোমবার (২৬ আগস্ট) সকালে বালুচিস্তানের মুসাখেলে এই ঘটনা ঘটে।

নিহতরা সবাই পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের বাসিন্দা।

জানা যায়, সকালে রাস্তা আটকে বাস থামিয়ে যাত্রীদের নামতে বাধ্য করে দুর্বৃত্তরা। এরপর পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে গুলি করে ২৩ জনকে হত্যা করা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রারাশামের কাছে আগে থেকেই হাইওয়ে আটকে দাঁড়িয়েছিলেন একদল সশস্ত্র যুবক। এই পথে আসা সমস্ত বাস ও ট্রাক থেকে যাত্রীদের নামতে বাধ্য করেন তারা। এরপর এক এক করে সবার পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে বাসের ২৩ যাত্রীকে গুলি করে হত্যা করে। এছাড়া আগুন লাগিয়ে দেওয়া হয় অন্তত ১০টি বাস ও ট্রাকে।

সহকারী পুলিশ কমিশনার নাজিব কাকর বলেছেন, ‘নিহতরা সবাই পাঞ্জাবের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

এই হত্যাকাণ্ডের পেছনে সন্ত্রাসবাদীদের দায়ী করছেন সরফরাজ। পাঞ্জাব প্রদেশে জঙ্গি হানা রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।