প্রথম নারী মুখপাত্র পেল ইরান

ফাতেমেহ মোহাজেরানি। ফাইল ছবি

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতেমেহ মোহাজেরানি।

দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো। গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাতেমেহকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

১৯৭০ সালে ইরানের আরক শহরে জন্ম ফাতেমেহর। স্কটল্যান্ডের এডিনবরার হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট করেছেন তিনি।

ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে দেশটিতে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তির প্রধান ছিলেন ফাতেমেহ। প্রতিষ্ঠানটি নারীদের জন্য বিশেষায়িত। ২০১৭ সালে তিনি ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধান নির্বাচিত হন।