৯২ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি

রাশিয়া-বিরোধী দৃষ্টিভঙ্গির অভিযোগে যুক্তরাষ্ট্রের ৯২ জন সাংবাদিক, আইনজীবী এবং ব্যবসায়ীকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। গতকাল বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে।

এর আগে, মঙ্গলবার রাশিয়া বলেছিল, পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিয়ে আগুন নিয়ে খেলছে।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় ওয়াল স্ট্রিট জার্নালের ১৪ জন সাংবাদিক, নিউইয়র্ক টাইমসের পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের চারজন সংবাদকর্মীর নাম রয়েছে।

নিষেধাজ্ঞার এই তালিকায় বেশ কয়েকজন রাষ্ট্রীয় কৌঁসুলি, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নামও রয়েছে।