বেলুচিস্তানে সামরিক বাহিনীর অভিযান, নিহত ৫

ফাইল ছবি

পাকিস্তানের সংঘাতপ্রবণ বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর অভিযানে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে।

আজ শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানিয়েছে।

গত রোববার মধ্যরাতে বেলুচিস্তানজুড়ে সিরিজ হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) কয়েক ডজন যোদ্ধা। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও হামলার লক্ষ্যবস্তু করেন তারা।

ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্যসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা ওই দিন থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করেন, রেললাইন উপড়ে ফেলেন এবং তিন ডজন গাড়িতে আগুন দেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ২১ যোদ্ধা নিহত হন।

নিহত ব্যক্তিদের মধ্যে পাঞ্জাব প্রদেশ থেকে যাওয়া ২৩ পরিযায়ী শ্রমিকও আছেন। মুসাখেইল এলাকায় ট্রাক ও ভ্যান থেকে নামিয়ে পরিচয়পত্র দেখে তাদের একে একে হত্যা করা হয়েছিল।

ওই হামলার ঘটনা উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ওই নৃশংস ঘটনার মূল হোতাদের দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহৎ পরিসরে অভিযানে পরিচালনা করছে নিরাপত্তা বাহিনীগুলো।