লিবিয়া উপকূলে এক সপ্তাহে ৯৭৯ অভিবাসী আটক

গত সপ্তাহে লিবিয়া উপকূল থেকে ৯৭৯ জন অভিবাসীকে আটক করে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সোমবার আইওএম এক বিবৃতিতে জানায়, ২০২৪ সালের ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৯৭৯ জন অভিবাসীকে আটক করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, অভিবাসীদের মধ্যে ৭৪ জন নারী ও ৩৩ শিশু।

লিবিয়া উপকূলে সাত অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও আটজন নিখোঁজ হয়েছেন।

আইওএম জানায়, চলতি বছর এ পর্যন্ত ১৫ হাজার ১১৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে। মারা গেছেন ৪৩৪ জন এবং উপকূল থেকে নিখোঁজ হয়েছেন ৬১১ জন।

এর আগে ২০২৩ সালে ১৭ হাজার ১৯০ জন অভিবাসীকে আটক করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় চলমান অস্থিরতার কারণে দেশটির অনেকেই আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে।