মোদিকে হারানোর আগে মরব না: খড়গে
সামনেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটপর্ব। তার আগে, সদ্য জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় এক প্রচার সভায় অংশ নিয়ে নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন কংগ্রেসের মল্লিকার্জুন খড়গে।
মল্লিকার্জুন খাড়গে ওই সভায় বলেন, মোদিকে গদি থেকে সরানো পর্যন্ত বেঁচে থাকব। ওই সভায় বেশ কিছুটা অসুস্থও হয়ে পড়েছিলেন মল্লিকার্জুন খড়গে। এরপরই তার সুস্থতা কামনা করে ওই মন্তব্য নিয়ে পাল্টা সমালোচনা করেন বিজেপির চাণক্য অমিত শাহ।
এদিকে, মল্লিকার্জুন খড়গের মন্তব্যকে ‘অশোভন-অসম্মানজনক’ তকমা দিয়েছেন বিজেপির নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ এক টুইটে মল্লিকার্জুনের ওই মন্তব্যের বিরোধিতা করে লেখেন, কংগ্রেস সভাপতি শ্রী মল্লিকার্জুন খড়গে জি তার বক্তৃতায় একেবারে নিজেকে, তার দলের নেতাদের এবং তার দলকে ছাপিয়ে গিয়েছেন তার অশোভন এবং অসম্মানজনক ভাষণে।
অমিত শাহের দাবি, নিজের স্বাস্থ্যের কথা বলতে গিয়ে প্রচার সভায় তিনি নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে আনেন। সেই প্রসঙ্গ টেনে অমিত শাহ তার পোস্টে লেখেন, কংগ্রেসের সদস্যরা নরেন্দ্র মোদিকে কতটা ঘৃণা করেন বা ভয় পান, তা এই বক্তব্য থেকেই স্পষ্ট।
মল্লিকার্জুন খাজ়গের অসুস্থতা প্রসঙ্গে তার পোস্টে অমিত শাহ বলেন, খড়গেজির স্বাস্থ্যের জন্য মোদিজি, আমি আমরা সবাই প্রার্থনা করি যাতে তিনি দীর্ঘায়ু হন ও তার স্বাস্থ্য ভালো থাকে। আশা করি তিনি বহুদিন ধরে জীবিত থাকবেন ২০৪৭ সালে বিকশিত ভারত দেখার জন্য।
এদিকে, অমিত শাহের সুরেই বক্তব্য রেখেছেন নির্মলা সীতারামানও। সীতারামন তার পোস্টে লেখেন, অমিত শাহজি একদম ঠিক বলেছেন, কংগ্রেসের নেতৃত্ব কোনো সুযোগ ছাড়ে না নরেন্দ্র মোদিকে ঘৃণা করার বিষয়ে। খড়গেজির এই মন্তব্য তারই পরিচায়ক। কংগ্রেস প্রেসিডেন্ট খাড়গেজির দীর্ঘায়ু কামনা করি, আশা করব তিনি বিকশিত ভারত ২০৪৭ দেখা পর্যন্ত জীবিত থাকবেন।