ইসরাইলকে অবিলম্বে লেবানন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার
ইসরায়েলকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ‘অবিলম্বে’ সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া।
উল্লেখ্য, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানকে ‘সীমিত’ অভিযান বলে অভিহিত করেছে ইসরায়েল।
মস্কো থেকে আজ এএফপি জানিয়েছে, ‘লেবাননে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আজ মঙ্গলবার রাশিয়া ইসরায়েলের প্রতি এ আহ্বান জানায়।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবিলম্বে বৈরিতা বন্ধ করে লেবানন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের বাস্তব পন্থা বের করতে ইসরাইলি কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।