তেল আবিবে সন্ত্রাসী হামলায় নিহত ৭

তেল আবিবে সন্ত্রাসী হামলায় নিহত ৭

ইসরায়েলের তেল আবিবে সন্ত্রাসী হামলায় সাতজন নিহত হয়েছেন। এই হামলায় দুই হামলাকারীও মারা গেছে। হামলাটি মঙ্গলবার রাতে জাফা এলাকায় ঘটে এবং এতে আরও আটজন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই খবর জানিয়েছে, তেল আবিবের ইচিলভ হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে।

এ ঘটনাকে ইসরায়েলে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করেছে পুলিশ। হামলাকারীদের মধ্যে একজনের কাছে রাইফেল ও অপরজনের কাছে ছুরি ছিল। তারা তেল আবিবের লাইট ট্রেনে বেসামরিকদের ওপর হামলা করে, পরে ট্রেন থেকে নেমে নগরীর জেরুজালেম স্ট্রিটে গুলি চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গুলি করে হত্যা করেছেন নগর কর্তৃপক্ষের এক নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক লোকজন। হামলাকারীদের পরিচয় মোহাম্মদ খালাফ সাহের রজব ও হাসান মোহমদ হাসান তামিমি হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা উভয়েই ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দা।

আহতদের তেল আবিবের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও জানানো হয়নি। পুলিশ বাহিনীর একটি বড় দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং সেখানে আরও কোনো হুমকি আছে কিনা তা তল্লাশি করছে।

হামলার পর এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। ইসরায়েলের পুলিশ কমিশনার দানিয়েল লেভি বলেছেন, হামলার বিষয়ে পুলিশের কাছে পূর্বে কোনো গোয়েন্দা তথ্য ছিল না।

এক প্রত্যক্ষদর্শী জানান, তারা ধারাবাহিক গুলির শব্দ শুনছিলেন এবং বাইরে বের হলে হামলাকারীদের দৌড়ে যেতে দেখেন।

এই হামলার পর ইসরায়েলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালের স্মোট্রিচ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি ওই হামলাকারীদের পরিবারের সদস্যদের গাজায় নির্বাসনে পাঠানোর এবং তাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।