মধ্য বৈরুতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫
বৈরুতের মধ্যাঞ্চলীয় আল-বাচৌরা এলাকায় হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এ হামলায় অন্তত ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় আল-জাদিদ টিভি চ্যানেলের খবরে জানা যায়, বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয়।
টিভি ফুটেজে দেখা যায়, হামলার শিকার ভবনটি থেকে ভারী কালো ধোঁয়া উঠছে।
বিমান হামলায় আশেপাশের বাড়িঘর এবং পার্ক করা যানবাহনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
হামলার পরপরই অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের দল উদ্ধারকাজ শুরু করে।
মধ্য বৈরুতে হামলার কিছুক্ষণ আগে বৈরুতের দক্ষিণ শহরতলীর হারেত হ্রেইক এলাকায় তিনটি শক্তিশালী বিমান হামলা চালায় ইসরায়েল।