করাচিতে জিন্নাহ বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ, ২ চীনা নাগরিক নিহত
পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
পাকিস্তানে চীনা দূতাবাস এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে। কিছু স্থানীয় হতাহত হয়েছে কিন্তু সামগ্রিক মৃত্যুর সংখ্যা এখনো স্পষ্ট নয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি এর আগেও চীনা নাগরিকদের উপর হামলা চালিয়েছে।
সোমবার এক বিবৃতিতে বিএলএ বলেছে, করাচি বিমানবন্দর থেকে আসা চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের দলকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। গাড়িতে বহন করা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এই হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার বলেছেন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থেকে বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, একটি গাড়ির সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের পর বিস্ফোরণটি ঘটে। ওই বিস্ফোরণে শব্দ পাশের অন্য শহর থেকেও শোনা গেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরিত এলাকা থেকে কালো ধোঁয়া উড়ছে, আগুন জলছে। এটি বিস্ফোরণ নাকি দুর্ঘটনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয়।