ইরানের ওপর হামলা হবে প্রাণঘাতী এবং অপ্রত্যাশিত: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের ওপর হামলা হবে প্রাণঘাতী এবং অপ্রত্যাশিত: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

‘মধ্যপ্রাচ্যের দখলদার’ খ্যাত দেশ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করেছেন যে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হবে ‘প্রাণঘাতী’ ও ‘অপ্রত্যাশিত’।

বুধবার (৮ অক্টোবর) ইসরায়েলি সেনাদের উদ্দেশে বক্তৃতাকালে এ সতর্কতা ঘোষণা করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমাদের আঘাত হবে প্রাণঘাতী, সুনির্দিষ্ট এবং সর্বোপরি অপ্রত্যাশিত। তারা বুঝতে পারবে না কী ঘটেছে এবং কীভাবে ঘটছে। তারা শুধু ফলাফল দেখতে পাবে।’

ইয়োভ গ্যালান্ট বলেন, ‘যারা আমাদের আঘাত করবে,তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে মূল্য দিতে হবে।’

গত ১ অক্টোবর ইসরায়েলের দিকে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর প্রতিশোধ নিতে তেহরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তেহরানের পরমাণু কর্মসূচি-সম্পর্কিত স্থাপনায় প্রতিশোধমূলক আঘাত সমর্থন করবেন না।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনালাপ হয়েছে। এরপর হোয়াইট হাউজের একজন প্রেস সেক্রেটারি বলেছেন, আলোচনায় ইরানের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে, গাজাযকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এখনও সেখানে হামলা অব্যাহত রয়েছে। এরপর হামাসের মিত্র হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননে গত ২৩ সেপ্টেম্বর থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।