ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বলেছে, তারা দেশটির উপকূলীয় হাইফা নগরীর দক্ষিণে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের বৈরুত থেকে শনিবার এএফপি এ খবর জানায়।
ইসরাইলিরা ইয়োম কিপ্পোরের ছুটি কাটাচ্ছিল এমন সময় এ হামলা চালানো হলো।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, সংগঠনের যোদ্ধারা হাইফা নগরীর দক্ষিণে একটি ইসরাইলি সামরিক ঘাঁটির বিস্ফোরক কারখানা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।