পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১১

পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। রোববার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ অক্টোবর) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় উপজাতি দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। তবে কী কারণে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। 

সিনিয়র কর্মকর্তা জাবেদুল্লাহ খান বলেন, ওই এলাকায় বেশির ভাগ যানবাহনকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে। এতে হতাতের ঘটনা বেশি ঘটে। 

তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

উপজাতি কাউন্সিলের সদস্য এবং সাবেক সাংসদ পীর হায়দার আলী শাহ বলেন, উপজাতি গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তির জন্য কুররামে উপজাতির গোষ্ঠীর একটি প্রবীন দল এসেছে। তবে সম্প্রাতিক সংঘর্ষের ঘটনাগুলো তাদের মধ্যে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। 

গত মাসে জমি নিয়ে শিয়া ও সুন্নি মুসলিম গোষ্ঠী সংঘর্ষে জড়ালে একদিনেই ২৫ জন নিহত হয়। যদিও এই দুই গোষ্ঠী পাকিস্তানে দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তবে কিছু এলাকায় তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলমান। যার মধ্যে অন্যতম হলো কুররাম এলাকা। এখানে শিয়াদের আধিপত্য চলছে।