লোহিত ও আরব সাগরে ৩ জাহাজে হুতিদের হামলা

ফাইল ছবি। সংগৃহীত

লোহিত সাগর ও আরব সাগরে তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে নৌ-অবরোধের অংশ হিসেবে এসব জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইসরায়েলের বন্দরগুলোর উদ্দেশে এগোনোর সময় জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এলএসইজি থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী তিনটি জাহাজই লাইবেরিয়ায় নিবন্ধিত।

জাহাজগুলোর মধ্যে একটি নাম মোটারো বলে জানিয়েছে হুতিরা। এই জাহাজটিকে শেষবার ইয়েমেনের পশ্চিম উপকূলে লোহিত সাগরে দেখা গিয়েছিলে। জাহাজটি মিশরের সুয়েজ খালের জলপথ ধরে চীনের সাংহাই যাচ্ছিল বলে এলএসইজি জানিয়েছে।

আরেকটি জাহাজের নাম এসসি মন্ট্রিয়েল। এটি আফ্রিকার সেশেলস দ্বীপের ভিক্টোরিয়া বন্দর থেকে ওমানের সালালাহ বন্দরে যাওয়ার সময় আরব সাগরে হামলার শিকার হয়।

তৃতীয় জাহাজ মেরস্ক কাউলুন ওমানের সালালাহ বন্দর থেকে ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছিল।

হুতিরা বলেছে, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়ার পর্যন্ত তারা তাদের এসব পদক্ষেপ চালিয়ে যাবে।