৩০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে টাইফুন ‘কং-রে’

৩০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে টাইফুন ‘কং-রে’

তাইওয়ানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার আঘাত হানতে পারে সুপার টাইফুন ‘কং-রে’। এর ফলে দ্বীপটির বেশ কিছু অংশে ভারী বৃষ্টি ও বাতাসের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

বুধবার মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল প্রতি ঘণ্টা) বেগে বয়ে যাওয়া ঝড়টি সুপার টাইফুনে পরিণত হয়েছে। তাইতুং কাউন্টিতে আঘাত হানার আগে এটি আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ দিক অতিক্রম করে তাইওয়ান প্রণালীতে প্রবেশ করবে টাইফুন ‘কং-রে’। এরপর এটি চীনের দিকে ধেয়ে যাবে।

‘কং-রে’ টাইফুনকে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ঝড়ের স্তর ‘স্ট্রং টাইফুন’ ক্যাটাগরির ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দেশটির প্রশাসন সতর্ক কলে বলেছে, পূর্ব তাইওয়ানের পার্বত্য অঞ্চলের উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার ১ দশমিক ২ মিটার (৩ দশমিক ৯ ফুট) পর্যন্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড় ও উপকূলীয় এলাকায় চলাচল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের পূর্ব, দক্ষিণ ও উত্তরাঞ্চলে আমার বন্ধুদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তুতিমূলকভাবে দ্বীপজুড়ে প্রায় ৩৬ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে, সতর্কতামূলকভাবে দূরবর্তী দ্বীপগুলোর অন্তত ২৬টি স্থানে ফেরি চলাচল বুধবারের জন্য বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়। তাইওয়ানের বৃহত্তম অভ্যন্তরীণ ক্যারিয়ার ইউএনআই এয়ার বলেছে, বৃহস্পতিবারের জন্য সব ফ্লাইট বাতিল করেছে তারা।