পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ বুধবার গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ওই আত্মঘাতী হামলাকারী তার নিজের বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর একটি নিরাপত্তা চৌকিতে এই বিস্ফোরণ ঘটে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে প্রাণঘাতী হামলার মধ্যে একটি এটি।  

পাকিস্তানি তালেবানের একটি বিচ্ছিন্ন অংশ ‘হাফিজ গুল বাহাদুর গ্রুপ’ একটি বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

তবে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা কর্মীরা এই হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে একটি অভিযান চালাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।