ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ দূতাবাস ক্ষতিগ্রস্ত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়টি দেশের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শুক্রবার ভোরে দফায় দফায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে কিয়েভে অন্তত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই হামলা চালানো হয়।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, আলবেনিয়া, আর্জেন্টিনা, নর্থ মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল, মন্টিনিগ্রোর দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকোর বলেছেন, হামলায় বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে যায় এবং একাধিক অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়।
পপকোর মতে, আক্রমণ চালানোর জন্য রুশ বাহিনী হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র এবং ইস্কান্ডার/কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, হামলায় অন্তত সাতজন আহত হয়েছে, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সর্বশেষ সামরিক সহায়তা হিসেবে ১.২ বিলিয়ন ডলারের প্যাকেজ দিতে যাচ্ছে। এটি হতে পারে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের শেষ নিরাপত্তা সহায়তা, যেহেতু নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার তাগিদ দিয়েছেন।