গ্যাসবাহী ট্যাঙ্কারে ট্রাকের ধাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ড, রাজস্থানে নিহত ৯
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি পেট্রোল পাম্পের সামনে গ্যাসবাহী ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে রাজস্থানের জয়পুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করলেও তাদের অধিকাংশের পরিচয় এখনও জানা যায়নি বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, এ ঘটনায় আরও প্রায় ৪০ জনকে দগ্ধ অবস্থায় জয়পুরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন থেকে জানা যায়, সিএনজি-ভর্তি ট্যাঙ্কারটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ একটি ট্রাক এসে সেটিকে ধাক্কা মারলে মুহূর্তের মধ্যে আগুন ধরে তা পেট্রোল পাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি গাড়ি।
পরে ফায়ার সর্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও কতগুলো গাড়ি পুড়ে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে জয়পুরের জেলা প্রশাসক জীতেন্দ্র সোনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ৪০টি গাড়ি পুড়ে গেছে বলে ধারণা করছেন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।