ইসরায়েলি হামলায় এক দিনে গাজায় ৭৭ জনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ২০৬ জনে। সেই সঙ্গে ১ লাখ ৭ হাজার ৫১২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

নিয়মিত হালনাগাদ তথ্যে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ গাজা ও ক্ষতিগ্রস্ত অন্য এলাকার হাসপাতালের দেওয়া প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গেল ২৪ ঘণ্টায় ৭৭টি মরদেহ পাওয়া গেছে। একই সময়ে আহত হয়েছেন ১৭৪ জন।

অন্যদিকে, ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিগত নিধনের স্পষ্ট লক্ষণ রয়েছে বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস। ‘গাজা ডেথ ট্রাপ’ নামে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আরেক প্রতিবেদনে বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইসরায়েল পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে।