যুক্তরাষ্ট্রে ১ বছরে গৃহহীন বেড়েছে ৭০ হাজার
মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক মার্কিন আবাসন ও নগর উন্নয়ন বিভাগের এক প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা এখন সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
চলতি বছরের জানুয়ারিতে ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন মানুষ গৃহহীন ছিল। ২০২৩ সালের জানুয়ারির তুলনায় এ সময় ৬৭ হাজার ৪৮০ জন গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা বার্ষিক রিপোর্ট অনুসারে ১৮ শতাংশ বৃদ্ধি। খবর তাসের।
রিপোর্ট অনুসারে, এ বছর শিশুসহ গৃহহীন পরিবারের সংখ্যা ৩৯ শতাংশ বেড়েছে, ফলে এ ধরণের পরিবারের সদস্য সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৪৭৩ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী মূল্যের আবাসনের ঘাটতি, মুদ্রাস্ফীতির পাশাপাশি বেতন বৃদ্ধি না হওয়ার কারণেই গৃহহীনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া স্বাস্থ্যসেবা সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণেও এ সংকট বৃদ্ধির অন্যতম কারণ।