পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে আফগানিস্তান, নিহত ১৯ পাকিস্তানি সৈন্য

পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে আফগানিস্তান

পাকিস্তানের বিমান হামলার পর পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আফগান সীমান্তের কাছে বিমান হামলায় ৪৬ জনকে হত্যার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করার পর এমন ঘটনা ঘটলো।

রয়টার্স জানায়, মন্ত্রণালয়টির বিবৃতিতে নির্দিষ্টভাবে পাকিস্তানের নাম উল্লেখ না করে ‘অনুমানমূলক লাইনের’ অপরপাশে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ‘অনুমানমূলক লাইন’ বলতে আফগানিস্তানের কর্তৃপক্ষ পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত বুঝিয়ে থাকে, এই ‘সীমান্ত’ চাপিয়ে দেওয়া বলে মনে করে তারা।

বিবৃতিতে পাকিস্তানের কথা উল্লেখ করা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি আলজাজিরাকে বলেন, আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। তাই আমরা অঞ্চলটি নিশ্চিত করতে পারছি পারি না।

পাকিস্তানের জিও নিউজ জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পাকিস্তানের কুররম ও উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত দিয়ে ‘জঙ্গিদের’ অনুপ্রবেশ ও হামলার একটি চেষ্টা নিরাপত্তা বাহিনী সফলভাবে বানচাল করে দিয়েছে। আফগান তালেবানদের সমন্বয়ে খাওয়ারিজদের ২০ থেকে ২৫ জনের একটি দল ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি পোস্টগুলোতে বিনা উস্কানিতে হামলা চালায়।

পাকিস্তানি বাহিনী দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিয়ে অনুপ্রবেশের চেষ্টা শুধু ব্যর্থ করেই থামেনি, প্রবল পাল্টা আক্রমণও চালিয়েছে। আর এতে আফগান তালেবানের সদস্যসহ ১৫ জঙ্গি নিহত ও আরও অনেকে আহত হয়েছে।

ডুরান্ড লাইন মূলত আফগানিস্তান এবং বর্তমান পাকিস্তানের মধ্যে অঞ্চল ও সম্প্রদায়গুলোকে বিভক্তকারী একটি ঔপনিবেশিক যুগের সীমানা। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর কোনো আফগান সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। 

ডুরান্ড লাইন আন্তর্জাতিকভাবে দুই দেশের সীমানা হিসাবে স্বীকৃত। পাকিস্তান প্রায় সম্পূর্ণরূপে এটি বেড়া দিয়ে রেখেছে। আফগানিস্তানে ডুরান্ড লাইন একটি আবেগময় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি সীমান্ত দুই পাশে পশতুনদের বিভক্ত করে রেখেছে।