জম্মু-কাশ্মীরে ট্রাক খাদে পড়ে ৪ সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক গভীর খাদে পড়ে চার সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বান্দিপোরা জেলার এসকে পায়েন পাহাড়ি এলাকায় স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার জন্য প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে সহায়তা করায় আমরা স্থানীয়দের ধন্যবাদ জানাই।’
সেনাবাহিনী প্রথমে দুঃখজনকভাবে দুর্ঘটনায় তিনজন সাহসী সেনা সদস্য প্রাণ হারিয়েছেন উল্লেখ করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। এর কয়েক ঘণ্টা পর আহত আরেক সেনা চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
গত মাসে একই রকম দুর্ঘটনা ঘটেছিল জম্মু-কাশ্মীরে। সেখানকার পুঞ্চ এলাকায় সেনাবাহিনীর ট্রাক ৩০০ ফুট গভীর খাদে পড়ে পাঁচজন সেনা সদস্য নিহত ও পাঁচজন আহত হন।
সূত্র : এনডিটিভি