গুজরাটে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দরে কোস্ট গার্ডের একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং তিনজন ক্রু নিহত হন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী পরিচালিত হেলিকপ্টার এএলএইচ ধ্রুব একটি খোলা জায়গায় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

গণমাধ্যমটি আরো জানিয়েছে হেলিকপ্টারটি একটি নিয়মিত মিশনে ছিল। পোরবন্দরে বিমানঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে, যেখানে আরো কয়েকজন আহত হন। তাদের স্থানীয় সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে আরো তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
চার মাস আগে সেপ্টেম্বর মাসে একটি এএলএইচ এমকে-৩ হেলিকপ্টার পোরবন্দর উপকূলে আরব সাগরে পড়ে যায়। ওই ঘটনায় তিনজন ক্রু নিখোঁজ হন। পরবর্তীতে দুজনের লাশ উদ্ধার করা হলেও পাইলট রাকেশ কুমার রানাকে খুঁজে পেতে আরো এক মাস সময় লাগে। অক্টোবর মাসে গুজরাট উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া দুই বছর আগে এএলএইচ ধ্রুব হেলিকপ্টারের নকশা ও উপাদানগত কিছু ত্রুটি শনাক্ত করা হয়। সেই সময় একাধিক দুর্ঘটনার কারণে সেনাবাহিনী ও বিমানবাহিনী তাদের বহর স্থগিত রাখে। ২০২৩ সালে অডিট সম্পন্ন হলে হেলিকপ্টারগুলো ফের চালু করা হয়। বর্তমানে ভারতীয় নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের অধীনে ৩২৫টিরও বেশি এএলএইচ ধ্রুব হেলিকপ্টার রয়েছে এবং দুর্ঘটনার পর এগুলোর কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।