যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হচ্ছে রবিবার

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইনের বিরুদ্ধে চীনা কম্পানিটির করা আপিল খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক প্যানেল টিকটক নিষিদ্ধের ব্যাপারে সর্বসম্মত রায় দিয়েছেন।

রায়ে আদালত বলেছেন, ডিজিটাল যুগে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করা অ্যাপ কম্পানিগুলোর একটি সাধারণ চর্চা। কিন্তু টিকটক যে মাত্রায় তা করে এবং বিদেশি শত্রুদের হাতে এর নিয়ন্ত্রণ থাকার যে ঝুঁকি তাতে জাতীয় নিরাপত্তার খাতিরে এ কম্পানির ক্ষেত্রে সরকারের ভিন্ন আচরণকে ন্যায্যতা দেয়।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে একটি আইন পাস করেন। এতে বলা হয়, ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা চীনের পেরেন্ট কম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল টিকটক।

তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে।