বাইডেন আমলের আদেশ বাতিলসহ আরও যা করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বেশ কিছু আদেশ বাতিল করেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আরও কিছু আদেশ তিনি দিয়েছেন। গতকাল সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে শপথ গ্রহণ করেন ট্রাম্প। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যান ক্যাপিটাল ওয়ান স্টেডিয়ামে। সেখানে হাজার হাজার সমর্থকের সামনে বেশ কিছু নির্দেশনায় স্বাক্ষর করেন তিনি। সেগুলো হলো—
১। বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল করা। যার মধ্যে আছে কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেওয়া, ফিলিস্তিনের পশ্চিমতীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা।
২। আমলাদের প্রবিধান জারির ক্ষমতা স্থগিত করা। এতে করে তার প্রশাসন পূর্ণ দায়িত্ব না নেওয়া পর্যন্ত আমলারা কোনো প্রবিধান জারি করতে পারবেন না।
৩। সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করা।
৪। সব নির্বাহী কর্মকর্তা/কর্মচারীদের স্বশরীরে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া।
৫। জীবনমান ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান।
৬। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা।
৭। বাকস্বাধীনতা পুনর্স্থাপন করা এবং সরকারি যে কোনো সেন্সরশিপ বন্ধ করা।
সূত্র: বিবিসি